ইউটিউবের মাধ্যমে টাকা আয় করা যায়, মানুষ একসময় তা বিশ্বাস করতে চাইতো না। এখন সময় পাল্টিয়েছে। কোটি কোটি ভিডিও নির্মাতার তৈরি ভিডিও ক্লিপ রয়েছে ইউটিউবে। শিক্ষামূলক, ডকুমেন্টারি, নাটক, সিনেমা, গান, প্রাঙ্ক ভিডিও, রান্নাবান্না— এমন নানা ধরনের ৫০০ কোটি ভিডিও এক দিনেই দেখা হয় ইউটিউবে! বিস্ময়ের শেষ এখানেই নয়। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় ৩০০ ঘণ্টার…
ইউটিউবের জাদুঃ মাত্র ৮ বছর বয়সেই শতকোটি টাকার মালিক
বলা যায়, সময়টা এখন ইউটিউবের। আর এ সময়ের একজন ইউটিউব স্টার রায়ান কাজী নামের আট বছর বয়সী এক শিশু। ইউটিউবে তার চ্যানেলটির নাম রায়ান টয়’স রিভিউ। তার কাজ নতুন নতুন খেলনা আনবক্সিং করে ভিডিও করার মাধ্যমে তা ইউটিউবে পোস্ট করা। কেবল এ কাজ করেই ২০১৯ সালে সে আয় করেছে দুই কোটি ২৬ লাখ ডলার, যা…